বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ডিএমপির নতুন ডিবিপ্রধান ডিআইজি শফিকুল রূপালী ব্যাংকের ইজিএম এবং এজিএম অনুষ্ঠিত সিটি ব্যাংক ও গার্ডিয়ানের ব্যাংকাস্যুরেন্সে ৫ হাজার পলিসি বিক্রির মাইলফলক ‘টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা’ চার্টার্ড লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভূমি অফিসে দালালচক্রের তৎপরতা: প্রতারক হিমুর খপ্পরে সাধারণ মানুষ সনদ জালিয়াতির : মনোহরদীর বিএনপির সদস্য সচিব দোলনের ইস্তফাপত্র ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, প্রাণ গেল দুই ভাইয়ের শাকিবের পারিশ্রমিক ৩ কোটি, যা বললেন প্রযোজক নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী স্বজনদের মানববন্ধন
সোমবার খুলনা ও বরিশাল সিটিতে সব ব্যাংক বন্ধ

সোমবার খুলনা ও বরিশাল সিটিতে সব ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা ও বরিশাল সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা সোমবার (১২ জুন) বন্ধ রাখা হবে। একই দিন ২ পৌরসভা ও ১ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ জুনের প্রজ্ঞাপন মোতাবেক খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, ২টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ জুন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

 

 

 

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনও।

 

এসব নির্বাচনি এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com