রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সদরঘাটে ওয়াটার বাস ডুবে যাওয়ার পর অচেনত অবস্থায় উদ্ধার চারজনকে হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
যে তিনজন মারা গেছেন, তাদের একজন হলেন দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ আলিফ (১৪), আরেকজন দোহারের মোহাম্মদ ফাহিম (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫০ বছর।
ফায়ার সার্ভিস উদ্ধার করে মোট সাতজনকে হাসপাতালে পাঠান জানিয়ে কোতোয়ালির ওসি শাহীনুর বলেন, এখন তিনজন হাসপাতালে ভর্তি আছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ফায়ার সার্ভিস উদ্ধার করে মোট সাতজনকে হাসপাতালে পাঠান জানিয়ে কোতোয়ালির ওসি শাহীনুর বলেন, এখন তিনজন হাসপাতালে ভর্তি আছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ভর্তি আছেন ফিরোজ হোসেনের মেয়ে মিমি (১৮), নুর আলমের মেয়ে সামিরা (১৮) এবং মোহাম্মদ আনিসের ছেলে মনসুর (৩৮)। তাদের প্রত্যেকের বাসা দক্ষিণ কেরানীগঞ্জে।
এছাড়া একই এলাকার কাদের ঢালির ছেলে বিল্লাল (২৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসছিল।
রাত সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায় বলে জানান এসআই মারুফ।
ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানিয়েছিলেন। তবে যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিলেন বলে জানান এসআই মারুফ।
দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।
উদ্ধার অভিযান চলছে জানিয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে।