বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন

চা বিক্রি করেই কোটিপতি!

চা বিক্রি করেই তিনি হয়েছেন কোটিপতি। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা তিনি। এই নারীর নাম ব্রুক এডি।

জানা গেছে, ব্রুক এডি ২০০২ সালে ভারতে বেড়াতে যান। আর তখন ভারতীয় চা খেয়ে ওই চায়ের প্রেমে মজে যান তিনি। তিনি ভেবেছিলেন, স্বদেশেও এই রকম চা পাবেন। চার বছর পর দেশে ফিরে যান। কিন্তু হতাশ হতে হয় ব্রুককে। তবে, তিনি যুক্তরাষ্ট্রের কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পাননি। এই পরিপ্রেক্ষিতে নিজ দেশে চালু করেন ভারতীয় চায়ের স্টল। আর এর নাম দেন  ‘ভক্তি চা’।

তিনি ২০০৭ সাল থেকে ভারতীয় চায়ের স্টল খুলে ব্যবসা শুরু করেন। এখন তিনি কোটিপতি।

যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন বলছে, ব্রুকের চায়ের বিশেষত্ব অন্যরকম। চা ভারতীয় কিন্তু মোড়ক মার্কিনী। ২০০৭ সালে যাত্রা শুরু করেন তিনি। আর কিছু সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করে তার চা।

‘ভক্তি চা’ নামের একটা ওয়েবসাইটও খুলেছেন ব্রুক। তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গেছেন।

তিনি জানান, খাওয়া-দাওয়ার বৈচিত্র্য আছে ভারতে। তাই তিনি বারবার ভারতে ছুটে যান। তিনি ‘সিঙ্গেল মাদার’, দুই সন্তানের জননী। ইতোমধ্যে উঠতি ব্যবসায়ীদের তালিকায় প্রথম পাঁচে স্থান দখল করে নিয়েছেন ব্রুক।

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com