শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মির্জাগঞ্জে সাংবাদিকসহ ৫জন সন্ত্রাসী হামলার শিকার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

মোঃ শফিকুল ইসলাম (শফিক): গতকাল বৃহস্পতিবার ২২ (আগস্ট) বিকাল ৫.৩০ এর দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মির্জাগঞ্জের শাহজাহান এর ছেলে দেলোয়ার, বসির, এবং তোতা মিয়া অতর্কিত হামলা করে একই গ্রামের কামাল হাওলাদার, নুরজামাল হাওলাদার, খলিল হাওলাদার, রশিদ হাওলাদার এর উপর এসময় ঘটনা স্থলে দৈনিক বাংলাদেশ সমাচার এর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আল মামুন গেলে তার এর উপর ঝাপিয়ে পড়ে লোহার তৈরি পাইপ নিয়ে হামলা করে।

স্থানীয়দের কিছ থেকে জানা যায়,মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ ফেরী ঘাটে অটো গাড়ির সিরিয়াল নিয়ে তর্কাতর্কি হয় মোঃ কামাল হাওলাদার এবং দেলোয়ার এর সাথে। এরপর কামাল হাওলাদার পায়রাকুঞ্জ থেকে অটো গাড়িতে যাত্রী নিয়ে সুবিদখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাঝপথে গাবতলা ও মাজার মোর এর মাঝামাঝি স্থানে আদর্শ সমবায় সমিতির সামনে দেলোয়ার ও তার ভাই বসির ওত পেথে থাকে। কিছুক্ষণ পরে কামাল হাওলাদার যাত্রীসহ অটো গাড়ি নিয়ে আসলে রাস্তার মধ্যে দাড় করায় এবং দু’জন মিলে কামাল হাওলাদার কে লাঠি সোটা দিয়ে আঘাত করতে করতে পাশের ডোবায় ফেলে দেয়। কামাল হাওলাদার এর স্বজনরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে দেলোয়ার ও তোতামিয়া তাদের উপরও লোহার তৈরি সরঞ্জাম নিয়ে ঝাপিয়ে পরে। এতে আহত হয় আরো অন্তত পাঁচজন। এর মধ্যে দুইজনের অবস্থা বেশ আশংকাজনক। ঘটনা স্থলে গেলে সাংবাদিক মোঃ আল মামুন এর উপর ও ঝাঁপিয়ে পড়ে দেলোয়ার ও তোতা মিয়া। এরপর আহতদের নিয়ে মির্জাগঞ্জে একমাত্র সরকারি হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক সকলকে ভর্তি দেন এবং মোঃ কামাল হাওলাদার এর অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বসির, তোতা মিয়া এবং ছেলে জহিরুল, মনির সহ বেশকিছু লোক নিয়ে হাসপাতালে জরুরি বিভাগেও আহতদের উপর পুনরায় হামলা করে এবং মোঃ কামাল হাওলাদার এর বাড়িতে গিয়ে জহিরুল, মনির তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। জরুরি বিভাগে হামলার সময় উপস্থিত ছিলেন জরুরী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক,স্থানীয় লোকজন,রোগী এবং উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনজু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃশফিকুল ইসলাম,সাংবাদিক আলমগীর হোসেন জুয়েল প্রমুখ।
জানাগেছে সাংবাদিক মোঃ আল মামুন এর বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট করেছে তারা এবং তাদের দুটো অটো গাড়িও ভাংচুর করেছে। এবং বারবার তাদের সকলকে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে দেলোয়ার, বসির,নাসির, তোতা মিয়া, জহিরুল, মনির, মহিবুল সহ তাদের লোকজন। সর্বশেষ প্রাপ্ত তথ‍্যমতে তারা দেশীয় অস্ত্র সহ মহড়া দিচ্ছে, এতে আতংকে আছেন ঐ এলাকার সকল বাসিন্দারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com