শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
মোঃ রুবেল মিয়া, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলার মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুর উপজেলা যুবদল এর আয়োজনে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর পৌর যুবদলের আহবায়ক হামিদুল রহমান লাঠুএর সভাপতিত্বে ও সাবেক মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুলজ্জমান শাহীন এর সঞ্চালণায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা,সাইদুর রহমান সাঈদ সোহরাব।
বিশেষ অতিথি হিসেবে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি,উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লায়ন লিটন হাসান,মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা,
মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ শিকদার,মির্জাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আলী আজম খান ওখান,মির্জাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি সেলিম মিয়া,মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন,গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটি সদস্য মো:রুবেল,আব্দুল কাদের সরকার,মির্জাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-ফাহাদ,যুবদল নেতা সুজন,পৌর কৃষকদলের আহবায়ক মান্নান,সদস্য সচিব সুলাইমান, গোড়াই শিল্প শাখার শ্রমিক নেতা রোকন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ সোহরাব বলেন,দীর্ঘ ১৭ বছর পর আমরা দল গোছানোর সুযোগ পেয়েছি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে বিজয় অর্জন করার জন্য আমাদের কাজ করতে হবে।
আলোচনা শেষে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া এর পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়।