মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ বিতরণে শুভ উদ্বোধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, মুগ, খেসারি, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এমন সহযোগিতা প্রদান অব্যাহত রাখায় উপজেলায় বিভিন্ন তৈল জাতীয় ফসলের পাশাপাশি অন্যান্য হারিয়ে যেতে বসা ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এর মধ্যে গম চাষে ৪০০ জন, ভুট্টা চাষে ১১০ জন, সরিষা চাষে ৫ হাজার ৫৮০ জন, সূর্যমুখী চাষে ২০ জন, চিনাবাদম চাষে ১০ জন, শীতকালীন পেঁয়াজ চাষে ৬০ জন, মসুর ডাল চাষে ৬০ জন, মুগ ডাল চাষে ৩০ জন ও খেসারি ডাল চাষে ৩০ জন কৃষককে বিনামূল্যে এই বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ প্রদান করা হচ্ছে।

এমন সহযোগিতায় দিন দিন হারিয়ে যেতে বসা তৈল জাতীয় ফসলের চাষাবাদ যেমন বৃদ্ধি পাবে তেমনি ভাবে কৃষকরাও প্রধান ফসল ধান চাষের পাশাপাশি এই লাভজনক ফসলগুলো চাষ করে অধিক লাভবান হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। রোববার বিকেলে উপজেলা চত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, সোনালী ব্যাংক টিটিডিসি পিএলসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার সুবিধাভোগী কৃষক প্রমূখ উপস্থিত ছিলেন।
নওগাঁ #

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com