শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত ভিক্ষুক কর্মসংস্থান ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনের লক্ষ্যে ৬/১১/২৪ইং বুধবার ৬ জন ভিক্ষুকের মাঝে ছয়টি ভ্যান গাড়ি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান । উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রাফিউল ইসলাম, ইউনিয়ন সমাজসেবা কর্মী হাফিজুর রহমান, সাইদুর রহমান, শেখ ফরিদ ও অফিস সহকারী দুলাল চন্দ্র,এবং সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক গন।এসময়
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম বলেন হরিপুর উপজেলার সকল ভিক্ষুকদেরকে সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এবং তিনি
চেষ্টা করবেন সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে অত্র উপজেলার সকল ভিক্ষুকদেরকে কর্মসংস্থান করে দেওয়ার, তারা যেন আর ভিক্ষাবৃত্তি না করে কর্ম করে খায় এবং নিজে আত্মনির্ভরশীল হয়ে মানবেতর সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে সমাজ সেবার পক্ষ থেকে সে ব্যবস্হা করা হবে।