মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, ইউ আর সি ইন্সট্রাক্টর, কাব শিশু ও বিদ্যালয়ের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১৬ই নভেম্বর শনিবার বিকেলে ৫৯নং চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, “আমরা ৫১” (সেবামূলক সংগঠন) এর আয়োজনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ৫১ সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশ কাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ শাজাহান কবির ভূঁইয়া, জেলা পর্যায়ে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দিলাল মিয়া, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শিরিন আক্তার, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মিজানুর রহমান ও কাব শিশু সামিরা ইসলাম মিম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খামার নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।