বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান! নবান্ন উৎসব ঘিরে জমে উঠেছে কালাইয়ে মাছের মেলা কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা জনগণের ভোটের অধিকার নিশ্চিত না-হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী
কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা

কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা

রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, ইউ আর সি ইন্সট্রাক্টর, কাব শিশু ও বিদ্যালয়ের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১৬ই নভেম্বর শনিবার বিকেলে ৫৯নং চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, “আমরা ৫১” (সেবামূলক সংগঠন) এর আয়োজনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ৫১ সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশ কাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ শাজাহান কবির ভূঁইয়া, জেলা পর্যায়ে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দিলাল মিয়া, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শিরিন আক্তার, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মিজানুর রহমান ও কাব শিশু সামিরা ইসলাম মিম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খামার নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com