মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সিঙ্গাপাড়া গ্রামের ইলেকট্রিশিয়ান জুলিয়ান টাকার বিনিময়ে মিটার খাম্বা এনে দেওয়ার একাধিক অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী জানান, আমি মিটার খাম্বা আবেদন করার জন্য পল্লি বিদ্যুৎ অফিসে যায় সেখানে যোগাযোগ করলে অফিস থেকে বলেন বর্তমান মিটার খাম্বা তার কিছুই নাই। তবে আপনি ইলেকট্রিশিয়ান জুলিয়া জুলিয়ান এর সাথে যোগাযোগ করলে হয়ত মিটার খাম্বা পেতে পারেন।পরবর্তী ভুক্তভোগী মিজানুর রহমান শেখ ইলেকট্রিশিয়ান জুলিয়ান এর কাছে যায় এবং জুলিয়ান কে বলে আমার ১০০ মিটারের মধ্যে একটা খাম্বা আর তার প্রয়োজন আমাকে অফিস থেকে আপনার কাছে পাঠিয়েছে। ইলেকট্রিশিয়ান জুলিয়ান বলে যে টাকা দিলে এমন কিছু নাই যে বিদ্যুতের যা আমি করে দিতে পারবো না।
ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে খাম্বা বাবদ ২৪ হাজার টাকা নেন প্রথমে, তারপর মিটার বাবদ ২০০০ হাজার টাকা দেন। আবার মিটার আবেদন করতে ২৫০০ টাকা নেন। বাড়ি আসা যাওয়ার জন্য প্রতিদিন ১০০০ হাজার টাকা করে নেন এই ইলেকট্রিশিয়ান জুলিয়ান। পরবর্তী পল্লি বিদ্যুৎ টুঙ্গীপাড়া শাখার ডিজিএম এর সাথে কথা বললে আপনাদের অধীন ইলেকট্রিশিয়ান জুলিয়ান টাকার বিনিময়ে কীভাবে খাম্বা দিলো মিজানুর রহমান কে। ডিজিএম টুঙ্গিপাড়া শাখার বলেন বর্তমানে কোন মিটার তার খাম্বা নাই তবে কীভাবে খাম্বা দিলো তা তদন্ত করা হবে। সাংবাদিক কে বলেন আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা করেন। যদি আমাদের পল্লি বিদ্যুতের নাম ভাঙ্গিয়ে যদি কোন ইলেকট্রিশিয়ান টাকা নাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।