বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গার্মেন্টস ব্যবসার অন্তরালে বিভিন্ন ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তোলেন রাজধানী মিরপুরের কৃষক লীগ নেতা হান্নান শেখ। এরপর নানা ছলচাতুরিতে প্রতারণা করে বিভিন্ন ব্যবসায়ী থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন হান্নান শেখ। নিজে কৃষক লীগের নেতা এবং ছেলে ছাত্রলীগের নেতা এই পরিচয়ে প্রভাব বিস্তার করায় নিঃস্ব ব্যবসায়ীরা চুপ থাকলেও সরকার পতনে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা সকলে।
হান্নান শেখ গার্মেন্টস ব্যবসায় ব্রোকার হিসেবে পরিচিত। গার্মেন্টস রিলেটেড বিভিন্ন নিম্নমানের পণ্য অতিরিক্ত লভ্যাংশে ব্যবসায়ীকে প্রতারণার মাধ্যমে ধরিয়ে দেন। আর এভাবেই বিভিন্ন ব্যবসায়ী থেকে হাতিয়ে নেন কোটি টাকা।
হান্নান শেখের প্রতারণা আর রাজনৈতিক দাম্ভিকতায় নিঃস্ব হয়েছেন উত্তরার ব্যবসায়ী মতিউর রহমান মামুন।২০২১ সালে হান্নান শেখ এর সাথে মামুনের পরিচয় হয়। এরপর ব্যবসায়িক সম্পর্কে মামুনের সাথে বেশ সখ্যতা গড়ে তোলেন হান্নান শেখ।আর এই ব্যবসার আড়ালে মামুনকে নিঃস্ব করে হাতিয়ে নেন ৩০ লক্ষ ৭০ হাজার টাকা।হান্নান শেখ এর সাথে মামুনের ব্যবসায়িক টাকা লেনদেন বিভিন্ন ডিড সাংবাদিকদের দেখান প্রমাণ রাখার জন্য ।গার্মেন্টস এর পণ্য ক্রয় বিক্রয় এবং বিভিন্ন কারণ দেখিয়ে এত টাকা হাতিয়ে নিয়েও থামেনি হান্নান শেখ হান্নান বরং বাড়ি গোপালগঞ্জ আর রাজনৈতিক পেশী শক্তি খাটিয়ে মামুনকে জিম্মি করে রেখে ছিল। শুধু এখানেই নয় এই পাওনা টাকা দেওয়ার কথা বলে মিরপুর ১২ নম্বর এলাকায় একটি হোন্ডার গ্যারেজে নিয়ে মামুনকে ভয়-ভীতি দেখিয়ে স্থানীয় সালিশির মাধ্যমে ৩০ লক্ষ পাওনা টাকার মধ্যে মাত্র ৫ লক্ষে সমাধান মিলায় নিজস্ব আওয়ামী লীগের লোকবল দেখিয়ে । মামুন কোনমতে রাজি না হওয়ায় উল্টো তার বিরুদ্ধে দেওয়া হয় মামলা।
শুধু তাই নয় নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের এক গার্মেন্টস ব্যবসায়ী থেকে এভাবে প্রতারণা করে হাতিয়ে নেন ১০ লক্ষ টাকা, এছাড়াও মিরপুর ১০ নম্বর, পল্লবী, উত্তরার একাধিক ব্যবসায়ীকে নিঃস্ব করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা।
প্রতারণার মাধ্যমে এসব টাকা হাতিয়ে নিলেও কোন ব্যবসায়ী সাহস পাননি তার বিরুদ্ধে কথা বলতে। স্থানীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও আওয়ামী লীগ নেতা কর্নেল ফারুক এর সাথে ছবি দেখিয়েও থানা পুলিশের সাথে করেছেন প্রতারণা। তবে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে অবস্থা টের পেয়ে লাপাত্তা হয়ে যান হান্নান শেখ।
এদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশালখাত গার্মেন্টস শিল্পের এ সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে এখন রাস্তায়।
হান্নান শেখ ও তার ছেলে শাকিলের সকল কুকর্মের শাস্তির জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তাদের পাওনা টাকা সহ ব্যবসায়ীক ক্ষতিগ্রস্ত হাওয়ায় বিচার দাবি করেন।