বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন নরসিংদী জেলার ব্যাপক সাফল্য: ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবি ১৪ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ

আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এসএম নাইমুল ইসলাম জিহাদ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আমরা বাংলাদেশ গণতন্ত্র বিশ্বাসী। কসবা-আখাউড়ায় ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। গণতান্ত্রিক উপায়ে বহুবার কাউন্সিল করার চেষ্টা করেছি। আওয়ামী দুঃশাসনের কারণে বিগত ১৫ বছর কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তিনলাখপীর বাজার মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কসবা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের আমলে আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের নির্যাতনে নেতাকর্মীরা নিষ্পেষিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে।

দীর্ঘদিন পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলন সফল করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট ফখরু উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিন আজম সহ অন্য নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com