রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা ও পূর্ব থানার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্যজীবী দলের উত্তরা পশ্চিম থানার সভাপতি হাফিজ আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর পলয়েল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব আব্দুর রহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান,ওমর ফারুক পাটোয়ারী, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমি, সদস্য সচিব মোহাম্মদ বাকি বিল্লাহ, সাবেক কেন্দ্রীয় সদস্য এইচএম আবু সাঈদ, উত্তরা পশ্চিম থানার বিএনপি’র যুগ্ন আহবায়ক এস আই টুটুল, উত্তরা পশ্চিম থানার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উত্তরা পূর্ব থানার সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন, তৌহিদ ইসলাম মজুমদার শামীম সুজন হাসান সখি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতা বলেন,জাতীয়তাবাদী দলের কান্ডারী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ, যারা দলীয় কর্মকাণ্ডে শৃঙ্খলা বঙ্গ করবে এবং চাঁদাবাজি ছিনতাই বাজি দখল বাজি সন্ত্রাসী কর্মকান্ড করবে তাদের দলে কোন জায়গা নেই। দলের বিপদে আপদকালীন সময়ে জীবন দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলনে ঝাঁপিয়ে ছিল তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দলে জায়গা দিতে হবে। সেই সাথে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষকে ভালবাসলে মানুষের সেবা করে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে তবে একটি দলে শৃঙ্খলা ফিরে আসবে। যারা স্বৈরাচারী শেখ হাসিনার ধূসরদের সাথে সমঝোতা করে সুবিধাবাদী ছিল তাদেরকে দল থেকে বাদ দিতে হবে।