বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

উত্তরায় শীতবস্ত্র বিতরণে ইঞ্জিনিয়ার আবদুল হাই ভূঁইয়ার মানবিক উদ্যোগ

উত্তরায় শীতবস্ত্র বিতরণে ইঞ্জিনিয়ার আবদুল হাই ভূঁইয়ার মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক লিগ্যাল এইড ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আবদুল হাই ভূঁইয়া গত ৪ জানুয়ারি ২০২৫ তারিখে উত্তরা ৭ নম্বর সেক্টরে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে তীব্র শীতের কারণে অসংখ্য মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, “মানবতার কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতায় যেসব অসহায় মানুষ দুর্ভোগে রয়েছে, তাদের সাহায্য করতে আমরা সবাই একযোগে কাজ করতে পারি।”

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ইঞ্জিনিয়ার আবদুল হাই ভূঁইয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, তার এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “তিনি শুধু সাহায্যই করেন না, সমাজে সচেতনতা বাড়ানোর কাজও করেন। তার আহ্বানে আমরা অনুপ্রাণিত।”

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোঃ আবদুল হাই ভূঁইয়া দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ছাড়াও অসহায় মানুষের খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তার এ ধরনের উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, “সবার সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সমাজ থেকে দারিদ্র্য ও কষ্ট দূর করা সম্ভব।”

অনুষ্ঠান শেষে তিনি উত্তরার সকল বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com