শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নড়াগাতীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কুপিয়েছে সাকিব মোল্লা ও তার মাকে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

চৌধুরী জুয়েল রানা:

নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামে  শুক্রবার ২৪ শে জানুয়ারী সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ব্যাড মিন্টন খেলাকে কেন্দ্র করে সাকিব মোল্লার সাথে রবি মৃধার কথা-কাটাকাটি হয় স্থানীয়দের মাধ্যমে মিমাংসা হলেও পরবর্তীতে রবি মৃধা,মিঠু মৃধা,রিন্টু মৃধা, মাফুজ মৃধা, মাহামুদ মৃধা, জেসমিন বেগম দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময়  মোঃ সাকিব মোল্যার বাড়ির সামনে অবস্থান নেয়, জুম্মার নামাজ পড়ে সাকিব মোল্লা বাড়িতে ফেরার সময় বিবাদীগন পূর্ব থেকে ওত পেতে থেকে পরিকল্পিত ভাবে তাদের হাতে থাকা রামদা, বাঁশের লাঠি, সাইজ কাঠ ইত্যাদি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে  হামলা করে।ওই সময় চিৎকার করলে বাড়ি থেকে তার মা সাবিনা বেগম তাকে বাঁচানোর জন্য আসলে তাকেও কুপিয়ে আহত করে ফেলে চলে যায়,রবি মৃধারা বিভিন্ন মাধ্যমে ভয় ভীতি প্রদর্শন করছেন ভুক্তভোগীরা আতঙ্কে দিন যাপন করছেন, আহত সাকিব মোল্লা টোনা গ্রামের সৌদি প্রবাসী ওমর মোল্লার ছেলে।

আহতদের প্রথমে উপজেলা কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ প্রসঙ্গে নড়াগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com