মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১০

বিশেষ প্রতিনিধি,মোঃনুর বাহাদুর রহমান,পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে প্রবেশ করে। এদের মধ্যে মাকসুদ ও মনির, নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় লোকজন টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com