শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

কুড়িগ্রামে ১৮ দিন আটকিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে, সেখান থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী। এঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,দূর সম্পর্কের আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় ফজলুল হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসে কিশোরীকে। এরপর স্ত্রীর সহযোগীতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকীয়ে রেখে ১৮ দিন যাবত ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারন করে ফজলুল ও তার সহযোগী সেলিম। বুধবার কিশোরী কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার পথে ফজলুলের লোকজন ধাওয়ায় রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে গত ১৮ দিনের ধর্ষণ ও নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন কিশোরী। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী এসে কিশোরীকে উদ্ধার করে। পরে সেনাবাহিনী ও পুলিশ অভিযুক্ত ড্রাইভারের বাড়িতে গেলে ড্রাইভার ফজলুল পালিয়ে যায়। এসময় তার বাড়ি থেকে ছুরি, কাচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, ঘটনা জানার পর মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com