শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

কমনওয়েলথ গেমসে রুপা জিতলেন বাংলাদেশের বাকি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৫১৩

ভিশন বাংলা ডেস্ক: গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন এ শুটার।

 রবিবার বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর করে রুপা জেতেন বাকি। স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন ২৪৫ স্কোর করে জেতেন সোনা।

বাকি কোয়ালিফিকেশনে ৬ষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন।

কমনওয়েলথ গেমসে শুটিং বরাবরই বাংলাদেশের প্রত্যাশার ডিসিপ্লিন। দেশটির আগের সব সাফল্যই এসেছে শুটারদের হাত ধরে। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি জুটি। ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক আসে আসিফ হোসেন খানের হাত ধরে। এ ছাড়া ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের শুটাররা জেতেন রৌপ্য পদক। ২০১০ সালে দিল্লিতেও দলগততে ব্রোঞ্জ উপহার দেন তারা। ২০১৪ সালের পর ২০১৮ সালেও রৌপ্যপদক এলো বাকির হাতে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com