মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
কুড়িগ্রাম থেকে মোঃ মশিউর রহমান বিপুল:
কুড়িগ্রামের রৌমারীতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট প্যাকেট করার সময় রফিক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব্যবসায়ী রফিক মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী রফিক এলাকার চিহিৃত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারবারির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবারি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।