মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ভাতশালা গ্রাম যেন মাদকের অবাধ অভয়ারণ্য। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই গ্রামে মাদক ব্যবসা এতটাই জেঁকে বসেছে যে, এটিকে ‘মাদকের স্বর্গরাজ্য’ বললেও ভুল হবে না। অথচ দেখার মতো কেউ নেই। প্রশাসনের ভূমিকা থেকেছে রহস্যজনকভাবে নিস্ক্রিয়।
স্থানীয়দের অভিযোগ, এই চক্রের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শানু, যিনি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এলাকাবাসী স্মরণ করিয়ে দেন যে, পূর্বে তাকে সরকারি চাল চুরির ঘটনায় হাতেনাতে ধরা হয়েছিল। বর্তমানে তার ছত্রছায়ায় গড়ে উঠেছে একটি সক্রিয় মাদক চক্র।
শানুর পাশাপাশি মাদক কারবারে জড়িত রয়েছেন নাঈম মোল্লা, সেলিম মোল্লা, বাবলু, লিটন বিশ্ব, কল্যাণের ছেলে রাজীব, সুনীল মাস্টারের বাড়ির রবি হাওলাদার এবং কার্তিক মিস্ত্রির ছেলে নিখিলসহ অন্তত ১০ থেকে ১২ জন। এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও তা কোনোভাবে তাদের দাপট কমাতে পারেনি।
এলাকাবাসী জানায়, “প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়, তবুও কেউ কিছু বলার সাহস পায় না। বললেই হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হয়।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই মাদক চক্রটি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তারা নিজেদের বিএনপি সংশ্লিষ্ট বলে দাবি করে রাজনৈতিক ছত্রছায়া নিশ্চিত করছে।
এ অবস্থায় অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। এলাকার শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি, “বাকেরগঞ্জ থানা ও জেলা প্রশাসন যেন অবিলম্বে সক্রিয় হয়ে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।”
এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, “এখনই পদক্ষেপ না নিলে পুরো প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে।”