রবিবার, ১৩ Jul ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকালের দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তথ্য মতে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহুরিয়া ইউনিয়নে এক ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। পরে থানার এস আই জুয়েল এর নেতৃত্বে কঠোর অভিযান পরিচালনা করে তাকে পুলিশ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া পূর্বপাড়া গ্রামের পিতা: আবুল হোসেন এর ছেলে আমিনুর (৩৬)।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে আসামীকে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।