সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল রবিবার রাত থেকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করেছেন বিএম কলেজ শিক্ষার্থীরাও।
বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করায় বরিশাল থেকে ভোলা, পটুয়াখালী ও বরগুনা রুটসহ নগরীর উত্তর প্রান্তের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, বিএম কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় বরিশাল নগরীর গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, ‘বরিশাল বিশ্বব্যিালয় ও বিএম কলেজ দুই স্থানেই বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি হয় এমন কোনো আন্দোলন করা যাবে না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে পুলিশ তাতে বাধা দেবে না। পরিস্থিতি বুঝে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’
বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ‘রবিবার রাতে তিন ঘণ্টা এবং আজ সোমবার সকাল সাড়ে ৯টার পর থেকেই কীর্তনখোলা নদীর ওপরে শহীদ আব্দুর রব সেনিয়াবাত সেতুসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। তখন থেকেই চলছে তাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। এতে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে রয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাই ১০টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।’