রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৫

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:

সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশও ব্যর্থতায় পরিণত হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যদি সরকার এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে এর যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শনিবার (৯ আগস্ট) গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধির আবুল কাসেমের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন (ইমু), সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁসহ অনেকে।
বক্তারা জানান, দক্ষিণাঞ্চলে সাংবাদিকদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা হত্যাকাণ্ডের বিচার পাননি মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অনেকে। আজও সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়ন থামেনি।
গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট হলেও পুলিশ নির্বিকার থেকেছে। সম্প্রতি কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলাও সংঘটিত হয়েছে, সেখানে পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে না পারলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ এই ধরনের সহিংসতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com