বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

লালমনিরহাটে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক উদ্ধার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭২
লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মামলার চুরি হওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
‎সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ নিশ্চিত করেছেন।
‎গ্রেফতারকৃতরা হলেন- খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃ রবিউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মোঃ আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)।
‎প্রাপ্ত তথ্যমতে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা ও মালামাল আত্মসাৎ করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
‎পুলিশ সূত্র জানায়, গত ২ জুলাই মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স নামে ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভূয়া রেজিস্ট্রেশন নম্বরযুক্ত (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) একটি ট্রাক ভাড়া করে। ট্রাকটি চালাচ্ছিল মোঃ জাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় ও কোনো খোঁজ না মেলায় ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মালিকপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।
‎তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল চক্রের ৩জনকে শনাক্ত করে ডিবি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রটির অন্যান্য সদস্য ও প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
‎এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় ট্রাক ভাড়া নিয়ে পণ্য আত্মসাৎ করত। এ চক্রের আরও কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
‎লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট পুলিশ প্রতারণা ও অপরাধ দমনে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com