বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নন-লাইফ বীমা খাতের উন্নয়ন বিষয়ক কিছু ভাবনা শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এক হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা সানলাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ ১৬ জুলাই সহিংসতার ঘটনায় মন্ত্রী পরিষদ থেকে গঠিত তদন্তদল গোপালগঞ্জে ১২ বছরের অনন্য অর্জন উদযাপন করল জেনিথ ইসলামী লাইফ প্রথাগত অভিজ্ঞতা বদলে দেশে ডিজিটাল ইন্স্যুরেন্স সেবা দুর্গাপুরে আষাঢ়ে বৃষ্টিতে রোপা আমন রোপণে ব্যস্ত কৃষক কৃষানীরা  লালমনিরহাটে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক উদ্ধার
১৬ জুলাই সহিংসতার ঘটনায় মন্ত্রী পরিষদ থেকে গঠিত তদন্তদল গোপালগঞ্জে

১৬ জুলাই সহিংসতার ঘটনায় মন্ত্রী পরিষদ থেকে গঠিত তদন্তদল গোপালগঞ্জে

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপির পথসভা ও পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ সময় তাঁরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য  রেকর্ড করেছেন।
এর আগে ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক এর নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত দল গোপালগঞ্জে আসেন।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব(সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক(অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নুরুল আমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
বিকেলে তদন্ত দলের সদস্যরা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পুলিশের গাড়ীতে অগ্নি সংযোগের স্থল, জেলা কারাগার, জেলা প্রশাসকের কার‌্যালয় ও এনসিপির পথসভা স্থলে পৌরপার্ক এবং যে সব স্থানে সহিংসতা ঘটে ওই সব জায়গা পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন।
সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদিকদের প্রেস ব্রিফিং করেন তদন্ত দলের প্রধান সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক। এ সময় তিনি বলেন, আমরা ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেছি। তদন্ত শেষে আমরা সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবো। সরকার প্রতিবেদন প্রকাশ করবে।
পরে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান জানান, আমরা তদন্ত কার‌্যক্রম শুরু করেছি।ঘটনাস্থল পরিদর্শন করলাম।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনলাম। আগামীকালও আমরা এ বিষয় নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে সাংবাদিকরা চাইলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সারাদেশে জুলাই পদযাত্রা ও পথসভার কর্মসুচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আসেন। নেতৃবৃন্দ গোপালগঞ্জ আসার আগেই স্থানীয় পৌর পার্কে এনসিপির পথসভাস্থলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা হামলা চালিয়ে মঞ্চের ব্যানার ছিড়ে ফেলেন এবং চেয়ার ভাংচুর করে।এঘটনার পর দুপুরে এনসিপির নেতৃবৃন্দ পৌরপার্কে পথসভাস্থলে আসেন এবং পথসভা শেষ করে যাওয়ার সময় তাদের গাড়ী বহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা হামলা চালায়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে পুরো গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিনত হয়। দুপুর থেকে সন্ধ্যা পর‌্যন্ত চলা সংঘর্ষে গুলিতে ৫ যুবক নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক সহ শতাধিক মানুষ আহত হয়। এসব ঘটনায় এখন পর‌্যন্ত ১৬টি মামলা দায়ের হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com