বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ভোলার লালমোহনের এক বীমা উন্নয়ন কর্মী সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবির টাকা আটকে রাখা ও মামলা প্রত্যাহারের নামে প্রতারণার অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী মো. মফিজুল ইসলাম (কোড নং-২৫৪), কর্তারহাট শাখার বীমা উন্নয়ন কর্মী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে জানান, তার আওতায় থাকা ১৪৬ জন গ্রাহকের কাছ থেকে মোট ২৬ লাখ ৯০ হাজার ৬৫৭ টাকা জমা করা হয়। কিন্তু কোম্পানি ওই টাকা গ্রাহকদের পরিশোধ করেনি।
এ ঘটনায় তিনি ২০২১ সালে ভোলা জেলা মেজিস্ট্রেট আদালতে মামলা (নং ২০২৭/২১) দায়ের করেন। পরে আরও দুটি মামলা (নং ২০২৬/২১ ও ৪৯/২৩) করেন। অভিযোগে বলা হয়, সানলাইফ ইন্সুরেন্সের বরিশাল বিভাগীয় অফিসার ফজলুর রহমান প্রতি মাসে ৫-৫ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রথম মামলা (২০২৭/২১) প্রত্যাহার করান। কিন্তু মামলা প্রত্যাহারের পর কোনো অর্থ প্রদান করা হয়নি, যা প্রতারণার শামিল বলে অভিযোগ করেন মফিজুল ইসলাম।
তিনি অভিযোগপত্রের অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান বিচারপতি, এনএসআই ও দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছেন।
ভুক্তভোগীর দাবি, গ্রাহকদের বকেয়া অর্থ লাভসহ দ্রুত পরিশোধের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।