রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যেখানেই মাহমুদ, সেখানেই বিতর্ক! ২০২৬ সালের এইচএসসি-আলিম পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে লালমনিরহাটে টিএসপি সার উধাও : বিক্রি হচ্ছে অধিক মূল্যে লালমনিরহাটে জমির আইলে অহরহ গাছ কালাইয়ের চাষ হচ্ছে হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা
লালমনিরহাটে টিএসপি সার উধাও : বিক্রি হচ্ছে অধিক মূল্যে

লালমনিরহাটে টিএসপি সার উধাও : বিক্রি হচ্ছে অধিক মূল্যে

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে চলতি মৌসুমে টিএসপি, ইউরিয়া, ডিএপিসহ বিভিন্ন জাতের সারের মূল্য বেশি রাখার অভিযোগ উঠেছে স্যার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকদের দাবি বিশেষ করে টিএসপি সারের সংকট দেখিয়ে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক হারে মূল্য নেয়া হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাটে টিএসপি সার বাজার থেকে উধাও হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গোপন স্থানে গোডাউন জাত করার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। এতে কৃষকরা তাদের উৎপাদিত আমন ধানের মূল্য নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, লালমনিরহাট জেলার কতিপয় অসাধু ডিলাররা বিশেষ করে টিএসপি সার সংকট সৃষ্টি করার লক্ষ্যে তাদের গোপন স্থানের গোডাউনগুলোতে সার মজুদ করে রাখছে। অন্যদিকে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারের অনুমতি ব্যতিরেকে খুচরা সার বিক্রেতা ও কীটনাশক দোকানগুলোতে খুচরা সার বিক্রি করতে পারবেনা এরপরেও ডিলাররা অধিক মূল্যে কৃষকসহ খুচরা সার ও কীটনাশক দোকানগুলোতে দেদারছে সার বিক্রি করে আসছে প্রকাশ্যে আবার কখনও গোপনে।
আবার পরবর্তীতে কতিপয় সার ডিলাররা এসব টিএসসি সার তামাক কোম্পানি ও তামাক চাষীদের নিকট অধিক হারে বিক্রির পায়তারা চালাচ্ছে।
কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা সার দোকানগুলোতে সার কিনতে গেলে তাদের বলা হচ্ছে বিশেষ করে টিএসসি সার নেই।
খুচরা বিক্রেতা বলছে ডিলারদের নিকট হতে সার বেশি দামে কিনছি তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।
লালমনিরহাট কৃষি বিভাগ বলছে, লালমনিরহাট জেলার বিসিআইসির ৫২জন ও বিএডিসির ৯২জন ডিলারদের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সার বরাদ্দ দেয়া হয়। সরকার নির্ধারিত টিএসপি সারের মূল্য প্রতি বস্তা নির্ধারণ করেছে ১৩শ ৫০টাকা এবং প্রতি কেজি খুচরা মুল্য নির্ধারণ করেছে ২৭টাকা। অথচ লালমনিরহাট সদর, আদিতমারী উপজেলা, পাটগ্রাম উপজেলা, কালীগঞ্জ উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি বস্তা সারের মূল্য নেয়া হচ্ছে ১ হাজার ৬শত থেকে ১হাজর ৭শত টাকা। বিশেষ করে আদিতমারী উপজেলায় নেয়া হচ্ছে ২হাজার থেকে ২হাজর ৫শত টাকা পর্যন্ত। এবং প্রতি কেজি নেয়া হচ্ছে  ৪০ থেকে ৫০টাকা। ডিএপি সারের সরকারের নির্ধারিত মূল্য ১হাজার ৫০টাকা, প্রতি কেজি খুচরা মূল্য ২১টাকা, ইউরিয়া সার ১হাজার ৩শত ৫০টাকা, প্রতি কেজি খুচরা মূল্য ২৭টাকা এবং এমওপি প্রতি বস্তা ১হাজার টাকা, প্রতি কেজি খুচরা মূল্য ২০টাকা। বাজারে ইউরিয়া সারের সংকট না থাকলেও টিএসপি সহ অন্যান্য সারের সংকট দেখিয়ে অধিক মূল্য নেওয়া হচ্ছে।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের সন্তোষ কুমার রায় জানান, লালমনিরহাট একটি কৃষি প্রধান জেলা, এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই প্রতি বছর আমন, বোরো ধান, পাট, ভূট্টাসহ বিভিন্ন জাতের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। এই ভাবে প্রতিবছর সারের দাম বাড়লে আমরা কৃষকরা কিভাবে বাঁচব। তিনি  ৬ দোন জমিতে রোপা আমন চাষাবাদের শুরু করেছেন এমতাবস্থায় টিএসপি সারের বিশেষ প্রয়োজন কিন্তু তিনি ডিলারসহ খুচরা বিক্রেতার কাছেও এই সার কিনতে পারেননি। পরে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার কিনে জমিতে দিয়েছেন।
একই এলাকার আনোয়ারুল ইসলাম জানান, তিনি বেশি দামে অন্যান্য সার পেলেও টিএসপি সার এখনও কিনতে পারেন নাই। ডিলার বলছে বর্তমানে এই সার পাওয়া যাচ্ছে না।
চাঁদ মিয়া জানান, তিনি গত কয়েকদিন আগে এক ধারা টিএসপি সার কিনেছেন ১শত ৬০টাকা দিয়ে। সারের বেশি মূল্য হওয়ায় তিনি অন্যান্য সার কিনতে পারেননি।
মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আমরা কৃষক ঘরের ছেলে, আমরা এখন মহামারি সংকটে আছি সেটা হচ্ছে সার সংকটে আছি। তারা সার থাকতেও দিচ্ছে না। আমরা যখন বাজারে টিএসপি সারসহ অন্যান্য সার কিনতে যাই টিএসপি সারের বস্তা হল ১হাজার ৩শত ৫০টাকা করে দোকানদাররা আমাদের কাছ থেকে নিচ্ছে ১হাজার ৬শত থেকে ১হাজার ৭শত টাকা চায়। যে যে রকম পাচ্ছে তাদের কাছ থেকে সে রকম দাম নিচ্ছে।
সারের উর্দ্ধগতি নিয়ে একই কথা বললেন, মোগলহাটের কমল কান্তি বর্মন, কুলাঘাটের এসএম হাসান আলীও।
বিভিন্ন এলাকা সরেজমিনে গেলে কৃষকরা জানান, আমরা সাধারণ কৃষক, সরকার যে রেড দিছে সে রেডে তো আমরা সার পাই না। দোকানদারের কাছ থেকে নিতে হয় চরা দামে। তাতে আমরা খরচাটা বারি যায় অনেক বেশী। সরকার যে ধানের দাম দেয় তাতে কৃষকদের পোষায় না। আবাদ করা খুব মুশকিল হয়ে গেছে।
কৃষকরা আরও জানান, আমরা যখন বিশেষ করে টিএসপি সার নিতে যাচ্ছি ডিলার ও খুচরা সার বিক্রেতারা বলে সার পাওয়া যাচ্ছে না সারের দাম বেশী। টিএসপির দাম বেশী, ইউরিয়ার দাম বেশী, পটাশের দাম বেশী ফসপেটেরে দাম বেশী দেখাচ্ছে। টিএসপি প্রতি বস্তায় ৩শত থেকে ৪শত টাকা বেশি নিচ্ছে।
নাম না প্রকাশ করার শর্তে এক খুচরা সার ব্যবসায়ী জানান, আমরা হলাম খুচরা রিটেলার, সারের দোকানদার আমরা বাজারের চেয়ে ১০টাকা বা ২০টাকা আমাদের বেশী বিক্রি করতে হয়। কারণ এই বিসিআইসি ডিলারের থেকে আমাদের ক্রয় করে কেরিং খরচ দিয়ে আনতে হয়। অনেক সময় সরকারের রেডের চেয়েও বেশী দিয়া আমাদের কিনতে হয়। যেমন টিএসপি সার ১হাজার ৩শত ৫০টাকা সেখানে আমাদেরকে কিনতে হয় ১হাজার ৫শত থেকে ১হাজার ৬শত টাকা করে। প্রতিটি সার বস্তা কিনতে হয় অধিক দামে তাই বাধ্য হয়ে আমাদেরকে ৫ থেকে ১০টাকা আয় করতে হয়। এখানে আমাদের কি করার আছে।
এদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লালমনিরহাটে সারের কোন সংকট নেই, বাফার গোডাউনে এখনও যথেষ্ট সারের মজুদ রয়েছে। আমাদের খরিপ টু মৌসুমে ৮৬হাজার ৬শত ৫০হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মোট ৮৫হাজার ৩শত ৫০হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ চলমান রয়েছে। চলতি অর্থবছরে জেলায় ইউরিয়া ৬৮৯৩২, টিএসপি ৩০২১০, ডিএপি ৪৫৩২০, এমওপি ৪৯৬১৬ মেট্রিক টন সারের চাহিদা প্রেরণ করা হয় মন্ত্রণালয়ের। সরকার এ পর্যন্ত লালমনিরহাট জেলার জন্য ইউরিয়া ৩৯হাজার ৬শত ৯০টন, টিএসপি ১২হাজার ৭শত ২মেঃ টন, এমওপি ১৫হাজার ৮শত ৫৩ মেঃ টন, ডিএপি ২৩হাজার ৫শত ১১মেঃ টন সার বরাদ্দ পাওয়া গেছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন জানান, আমাদের ফসল অনুপাতে আমাদের সারের যে চাহিদা সে চাহিদা কভার করে আমাদের সারের কোন অভাব নাই। পর্যাপ্ত পরিমানে সারের সরবরাহ রয়েছে। সারের দাম বেশী বা সারের অভাব এইগুলা আমাদের কাছে অভিযোগ আসেনি। আমরা জানি কৃষক পর্যায়ে সারের সরবরাহ ভাল। যদি অভিযোগ থাকে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com