বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত: জানমালের নিরাপত্তা বিঘ্ন গভীর রাতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক বীমা কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে এসবিসি কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি হাসিনার বাংলাদেশে ঢোকার খবর, বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

নরসিংদী-১ আসনের চরদিঘলদীতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর গণসংযোগ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬

নরসিংদী জেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নরসিংদী-১ (বেলাব-মনোহরদী) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। শনিবার সকালে অনন্তরামপুর বাজার থেকে শুরু করে অনন্তরামপুর, জিতরামপুর ও টিডিরচর এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে শওকত হোসেন সরকার বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার অবহেলিত জনগণের জীবনমান উন্নয়নে কাজ করব। চরাঞ্চলের দীর্ঘদিনের টেটা যুদ্ধ ও সামাজিক বিভেদ বন্ধে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি আরও বলেন, “ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। দেশের রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।”

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ-অর্থ সম্পাদক মাওলানা মাহদি, মাধবদী থানার সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলাম, চরদিঘলদী ইউনিয়নের সেক্রেটারি মাস্টার মনিরুজ্জামানসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় জনগণ প্রার্থীকে নানা সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা জানান। শওকত হোসেন সরকার তাদের অভিযোগ শুনে নির্বাচিত হলে তা সমাধানে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com