ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিশ্বাসপাড়া মাঠে সরকারি রাস্তার দু’পাশের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল ওহাব গত মঙ্গলবার থেকে রাস্তার বেশকয়েকটি মেহগিনি ও ভাটাম গাছ কাটেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ১৫ টি মেহগনি গাছ ও ভাটাম গাছে ডালা কেটেছে এবং কিছু গাছের প্রায় অর্ধেক কেটেছে। গাছ কাটার শ্রমিকরা বলেন গাছ গুলো সরকারি। আমরা শুধু ডাল কাটছি গাছ কাটছি না। আমগাছের উপর রয়েছে সেজন্য কাটার নির্দেশ দিয়েছেন আব্দুল ওহাব।
কিছু গাছের প্রায় অর্ধেক কেটেছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারে নি। কাঠ গুলো সাজিয়ে রাখা হয়েছে।
ওহাবের কাছে জানতে চাইলে সে বলেন গাছ আমার জমির মধ্যে রয়েছে এবং আমার লাগানো তাই আমি কেটেছি।
দোড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাকির হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলা হয়েছে। সার্ভেয়ার দিয়ে সরকারি জমি চিহ্নিত করার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারে আব্দুল ওহাবের সাথে কথা হলে তিনি বলেন, ২ টি গাছ ছাড়া বাকি সব গাছ গুলো আমার নিজের জমিতে রয়েছে তাই আমি গাছ কেটেছি। ভূমি অফিস জমি মেপে গাছ গুলো সরকারি জমিতে প্রমানিত হলে গাছের ৪০ ভাগ দাম দিয়ে দিব।
এর আগেও দুইটি গাছ কেটেছিলাম এসিল্যান্ড অফিস এসে গাছ নিয়ে গিয়েছিল।