রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুশীলা কার্কিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।
নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পারিক শ্রদ্ধার বন্ধন আরো জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি জানাই এবং আহত সকলের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করি। একইসঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধান উপদেষ্টা।