বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে বিএসইসির পদক্ষেপ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২৮ জুলাই ২০২৫ তারিখের ৭৫৭ নম্বর স্মারকলিপির প্রেক্ষিতে দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলে নির্দিষ্ট সময় ও ব্যবধানে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত বিজ্ঞাপন বা নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

(১৭ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই বিষয়ে ১৪ আগস্ট ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের চিঠি-২ শাখা থেকে মো. ইয়ারুল হক স্বাক্ষরিত একটি পত্রে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে “বিনিয়োগকারী সচেতন হোন”, “বিনিয়োগ নির্ভর সম্ভাব্য ঝুঁকি” ইত্যাদি বার্তা প্রচার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রচারযোগ্য ভিডিওগুলো দেখা যাবে http://www.finlitbd.com/bn/index.php এই ওয়েব ঠিকানায়।
চিঠিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেরিত ভিডিওসমূহ যথাসময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com