বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে শরণখোলার ইউএনও বদলি

রাজিব হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাগেরহাটের শরণখোলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহকে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। ইউএনওর বদলির খবর ছড়িয়ে পড়ার পর শরণখোলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানো হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর এবং স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির মতো অভিযোগে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এসব অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর আগেও বরিশালের হিজলা উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রশাসনিক শাস্তির মুখে পড়েছিলেন।

বর্তমানে তার কর্মকাণ্ড নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পৃথকভাবে তদন্ত করছে। জুলাইযোদ্ধা মো. রোমানুল ইসলাম বলেন, আমি জুলাই আন্দোলনে চোখ হারিয়েছি। শুধু বদলি নয়, তাকে চাকরিচ্যুত করা উচিত।
জুলাই অভ্যুত্থানে আহত নিয়ামতুল্লাহ বলেন, আমাদের দীর্ঘ প্রচেষ্টায় উপজেলাকে কলঙ্কমুক্ত করার দিকে এগিয়েছি। সুন্দরবন বেষ্টিত আমাদের এলাকায় বারবার শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়—এটি বন্ধ করতে হবে।

প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপাতত তাকে বদলির সিদ্ধান্ত হয়েছে তদন্তের পর প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com