বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চার দিনে গ্রেপ্তার ২৪৩৩ গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মহান বিজয় দিবস উপলক্ষে DYDF বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশ সুপার মহোদয়ের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন এ দেশে ন্যায়বিচার, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। বিজয়ের চেতনা বাস্তবায়ন করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল হাই।

এছাড়াও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মতিউর রহমান খান, মোয়াবিয়া হোসেন, মাস্টার মশিউর রহমান, পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, মাওলানা শরিফুর রহমান খান টিটো, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com