রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবি ১৪ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না: জামায়াত আমির স্বামীকে খুন করে সারারাত অশ্লীল ভিডিও দেখলেন স্ত্রী আমাদের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে : নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলে রাতভর নির্বাচনী প্রচারণায় চমক দেখালেন তারেক রহমান ১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ সম্প্রতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সী। এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি বর্তমানে ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি এ অর্জনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অগ্রগতিকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালে সরকারি ট্রেজারি বন্ডে ও স্থায়ী আমানতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এ বিনিয়োগ কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ঝুঁকি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রদত্ত সাম্প্রতিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলার নির্দেশ দেন।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শাখাকে পুরস্কার প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com