শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লাবোঝাই কার্গো জাহাজের উদ্ধারকাজ অবশেষে শুরু হয়েছে। আজ শনিবার ভোরে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রচণ্ড স্রোতে এবং ঢেউয়ের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।
উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব মোল্লা বলেন, ভরা কাটালের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত আছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভরা কাটালে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষণিক ডুবে থাকছে। তাই দু-একদিন পর ভরা কাটাল শেষ হলে পানির স্রোত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে। তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলনসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। সে সময় নিয়মিত কাজ করতে পারলে ৮-১০ দিনের মধ্যে সব কয়লা উত্তোলন করা সম্ভব হবে।
বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহীন কবির বলেন, নদী উত্তাল ও স্রোতের প্রচণ্ড টান থাকায় উদ্ধারে বিলম্ব ও ব্যাহত হচ্ছে।
গত ১৪ এপ্রিল ভোরে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি জাহাজ ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা নাবিকসহ ১০ জন কর্মকর্তা কর্মচারী সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।