রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: টানা দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের সর্বোচ্চ পদে শপথ গ্রহণের একদিন পর আজ বিকেলে সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি তাঁর মন্তব্যে উল্লেখ করেন, ‘আসুন, আমরা দলমত নির্বিশেষে সকলে নিজ নিজ অবস্তান থেকে দেশ গঠনে অবদান রাখি।’
পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি লিখেছেন, ‘একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি যথার্থ শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি।’ তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা পুনরায় স্মরণ করেন। রাষ্ট্রপতি হামিদ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে যারা স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন তাঁদেরকেও স্মরণ করেন।
অভিজ্ঞ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান আবদুল হামিদ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। নির্বাচন কমিশন কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার ৭৭ দিন পর তিনি দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
আবদুল হামিদ ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে সাত বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। রাষ্ট্রপতি আইন ১৯৯১ এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নূরুল হুদা গত ৭ ফেব্রুয়ারি অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।
জাতীয় সংসদের সাবেক স্পিকার হামিদ ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ওই সময় পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাসস