রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যদি সত্য হয়, তাহলে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’
আজ বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
এসময় মাহবুবে আলম বলেন, ‘অভিযোগ সত্য হলে মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। আমি তো আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাই না বা তাদের মামলাও পরিচালনা করি না। এ ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না।’
তিনি আরো বলেন, প্রসিকিউর টিম ঢেলে সাজানোর কথা আমি সব সময় বলি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।