রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে 23 জন গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত রোববার রাত ৯টার দিকে পুলিশের বিশেষ অভিযানে ডিমলা থানার পশ্চিম ছাতনাই ও বালাপাড়া ইউনিয়ন থেকে মাদকবিরোধী অভিযানে এএসপি (সার্কেল-ডোমার-ডিমলা) জয় ব্রুত পালের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিমলা থানার ওসি ও সঙ্গীয় ফোর্সসহ ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও ঠাকুরগঞ্জ বাজার এবং ডাঙ্গারহাট হাই স্কুল মাঠ থেকে ২৩ জনকে আটক করে, এ দের মধ্যে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
গ্রেফতার কৃতদের মধ্যে থেকে টুটুল চন্দ্র ভূইমালী (২১)কে মাদক দ্রব্য মামলায় এবং ১৫১ ধারায় গোলাম রব্বানী (২৩) , মোস্তফা হোসেন (২৩), নূর আলম (২৭), রুবেল ইসলাম (২০), ওমর ফারুক (৩০), মিজানুর রহমান (২২), আবু হেলাল (৩৩), নায়েব আলী (২০), বাদশা মিয়া (২২), ইমরান কবির (২২) , আলমগীর হোসেন (২২), রাসেল ইসলাম (২৩), মমিনুর রহমান (২১), মনোয়ার হোসেন (২১)।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, ৮ জন মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বাকিদের সোমবার সকালে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।
নীলফামারীর ডিমলা থেকে সুজন