সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে নজির ৷ এই প্রথমবার তিনটি দেশ সম্মিলিতভাবে আয়োজন করবে ফিফা ওয়ার্ল্ড কাপ ৷ প্রতিদ্বন্দ্বী মরক্কোকে পিছনে ফেলে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল আমেরিকা, মেক্সিকো ও কানাডা ৷ ফিফার পক্ষ থেকে বুধবার এমনটাই জানানো হয় ৷
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনে কয়েক মুহূর্তের দেরি ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি রাশিয়ায় ৷ রুশ বিশ্বকাপের পরবর্তী ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কাতারে ৷ কয়েক বছর আগেই কাতারের হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব ৷ তবে তার পর কোন দেশে বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাশিয়াতেই ৷ সেই মতো ফিফার বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ৷
যদিও দেশ না বলে দেশসমূহ বলাই ঠিক ৷ কেননা ২০১৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে সম্মিলিতভাবে আবেদন জানিয়েছিল আমেরিকা, মেক্সিকো ও কানাডা৷ তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিড জমা দিয়েছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো ৷ শেষ দিনের ভোটে বাজিমাৎ করে আমেরিকান জোট৷
ভোটারদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল ৷ যুগ্ম আবেদনকারী তিন দেশ, মরক্কো নতুবা দু’পক্ষের কেউই না ৷ শেষের বিকল্প সংখ্যা গরিষ্ঠ হলে নতুন বিডার খোঁজার পথে হাঁটতে হত ফিফাকে৷ যদিও তেমন অবকাশ আসেনি৷ নিজ নিজ মহাদেশের পূর্ণ সমর্থন পেলেও ২০৩ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে আমেরিকা, মেক্সিকো ও কানাডা যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে যায়৷ ৬৫ ভোট পেয়ে নিরাশ হতে হয় মরক্কোকে৷ দু’টি ভোট কাস্টিং হয়নি৷ মাত্র ১টি ভোট পড়ে নতুন আয়োজক খোঁজার দিক ৷
২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে ইতিহাসে জায়গা করে নিল মেক্সিক । প্রথম দেশ হিসাবে তিনটি বিশ্বকাপে আয়োজকের ভূমিকায় দেখা যাবে তাদের ৷ এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে এককভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল তারা ৷ আমেরিকা এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে ৷ কানাডা এই প্রথমবার বিশ্বকাপ আয়োজনের স্বাদ পেতে চলেছে ৷
আয়োজক দেশের পাশাপাশি বিশ্বকাপের ফর্ম্যাট বদলেও সিলমোহর পড়ে যায় ৷ ২০২৬ বিশ্বকাপে ৩২ দেশের পরিবর্তে ৪৮টি দেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে ৷