বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী অর্থের প্রলোভনে কিডনি বিক্রির ফাঁদে নিঃস্ব গ্রামবাসী যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ
২০২৬ ফুটবল বিশ্বকাপে আয়োজক তিনটি দেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপে আয়োজক তিনটি দেশ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে নজির ৷ এই প্রথমবার তিনটি দেশ সম্মিলিতভাবে আয়োজন করবে ফিফা ওয়ার্ল্ড কাপ ৷ প্রতিদ্বন্দ্বী মরক্কোকে পিছনে ফেলে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল আমেরিকা, মেক্সিকো ও কানাডা ৷ ফিফার পক্ষ থেকে বুধবার এমনটাই জানানো হয় ৷

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনে কয়েক মুহূর্তের দেরি ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি রাশিয়ায় ৷ রুশ বিশ্বকাপের পরবর্তী ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কাতারে ৷ কয়েক বছর আগেই কাতারের হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব ৷ তবে তার পর কোন দেশে বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাশিয়াতেই ৷ সেই মতো ফিফার বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ৷

যদিও দেশ না বলে দেশসমূহ বলাই ঠিক ৷ কেননা ২০১৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে সম্মিলিতভাবে আবেদন জানিয়েছিল আমেরিকা, মেক্সিকো ও কানাডা৷ তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিড জমা দিয়েছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো ৷ শেষ দিনের ভোটে বাজিমাৎ করে আমেরিকান জোট৷

ভোটারদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল ৷ যুগ্ম আবেদনকারী তিন দেশ, মরক্কো নতুবা দু’পক্ষের কেউই না ৷ শেষের বিকল্প সংখ্যা গরিষ্ঠ হলে নতুন বিডার খোঁজার পথে হাঁটতে হত ফিফাকে৷ যদিও তেমন অবকাশ আসেনি৷ নিজ নিজ মহাদেশের পূর্ণ সমর্থন পেলেও ২০৩ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে আমেরিকা, মেক্সিকো ও কানাডা যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে যায়৷ ৬৫ ভোট পেয়ে নিরাশ হতে হয় মরক্কোকে৷ দু’টি ভোট কাস্টিং হয়নি৷ মাত্র ১টি ভোট পড়ে নতুন আয়োজক খোঁজার দিক ৷

২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে ইতিহাসে জায়গা করে নিল মেক্সিক । প্রথম দেশ হিসাবে তিনটি বিশ্বকাপে আয়োজকের ভূমিকায় দেখা যাবে তাদের ৷ এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে এককভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল তারা  ৷ আমেরিকা এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে ৷ কানাডা এই প্রথমবার বিশ্বকাপ আয়োজনের স্বাদ পেতে চলেছে ৷

আয়োজক দেশের পাশাপাশি বিশ্বকাপের ফর্ম্যাট বদলেও সিলমোহর পড়ে যায় ৷ ২০২৬ বিশ্বকাপে ৩২ দেশের পরিবর্তে ৪৮টি দেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে ৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com