সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ইমান আকিদা ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে: মাওলানা শাহজাহান
হেলমেটবিহীন পথে নামলেই পিছনে ছুটবেন ‘যমরাজ’!

হেলমেটবিহীন পথে নামলেই পিছনে ছুটবেন ‘যমরাজ’!

অনলাইন ডেক্স: এবার থেকে লাগামহীন বাইক আরোহীদের পেছনে তাড়া করবেন খোদ মৃত্যু দূত যমরাজ৷ বহু চেষ্টাতেও রাস্তায় হেলমেটহীন বেপরোয়া বাইক আরোহীদের সামলাতে এবার মর্ত্য লোকে জীবন্ত যমকে কাজে লাগাতে চাইছে ট্রাফিক পুলিশ৷ ঘটনাটি বেঙ্গালুরুর৷

মৃত্যুর দেবতাকে চাক্ষুষ করে এবার চেতনা ফিরবে ভেবেই এই অভিনব উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ৷ বেঙ্গালুরু টাউন হলের বাইরে দেখা মিলল ঐতিহ্যবাহী সেই সোনালি আর কালোয় মেশানো পোশাক পরে মাথায় মুকুট নিয়ে গদা হাতে যমরাজকে৷ হেলমেটহীন বাইক আরোহীর পেছনে চিৎকার করতে করতে দৌড়চ্ছেন তিনি৷ পিছন ফিরে দেখে বাইক আরোহীরা কিছুটা থতমত খাচ্ছেন৷ যমরাজ চিল চিৎকারে সাবধান করে দিচ্ছেন আরোহীকে৷ শুধু বাইক আরোহীই নয়৷ কেউ যদি ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে এগিয়ে আসছে তার কপালেই জুটছে হুঙ্কার৷ হালাসুরু গেটের ট্রাফিক পুলিশ এবার এভাবেই যমরাজের সাহায্য নিয়ে চেতনা ফেরাতে চাইছে আইন না মানা বেপরোয়া গাড়ি চালক ও আরোহীদের৷

মোটর বাইক ও বেপরোয়া গাড়ি থামিয়ে বা ট্রাফিক আইন না মানা গাড়িকে থামিয়ে বেজায় ধমকাচ্ছেন যে ব্যক্তি, তিনিই মর্ত্যে আসা যমালয় পতি৷ এই যমরাজের চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম বীরেশ৷ তিনি একটি হিন্দু পুরাণ-ভিত্তিক থিয়েটার গ্রুপে কাজ করেন৷ সেই যমালয় নরেশই যেই কোনো যুবককে ট্রাফিক আইন অমান্য করে এগিয়ে যেতে দেখছেন তাকেই গলা উঁচিয়ে সাবধান করে দিচ্ছেন এভাবে চললে কিন্তু তিনি তাকে ক্ষমা করবেন না৷ ছেড়ে কথা বলবেন না৷

কখনো আবার তিনি প্রচণ্ড গতিতে এগিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীকেও ছেড়ে কথা বলছেন না৷ এই অভিনব প্রক্রিয়ার মাধ্যমে পথচারী ও মোটরবাইক আরোহীদেরই মূলত সচেতন করার চেষ্টা করা হচ্ছে৷ পুলিশ সূত্র অনুযায়ী সাধারণ মানুষের সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারবে৷ ট্রাফিক পুলিশ মারফৎ যা তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে এবছর জুনের শেষ পর্যন্ত যা হিসাব মিলেছে তাতে ২৩৩৬ টি দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ তার মধ্যে ৩৩০ টি মারাত্মক দুর্ঘটনা৷ তথ্য অনুযায়ী গতবছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত ৫০৬৪ টি দুর্ঘটনা ঘটে যার মধ্যে ৬০৯ টি দুর্ঘটনা অত্যন্ত মারাত্মক৷ ২০১৬ তে ৭৫০৬ টি দুর্ঘটনা ঘটে যার মধ্যে ৭৫৪ টি ছিল ভয়ানক৷

তথ্য সূত্র: siasat

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com