মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার ভূমিকম্পের আতঙ্ক কাটাতে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ

হেলমেটবিহীন পথে নামলেই পিছনে ছুটবেন ‘যমরাজ’!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২৪

অনলাইন ডেক্স: এবার থেকে লাগামহীন বাইক আরোহীদের পেছনে তাড়া করবেন খোদ মৃত্যু দূত যমরাজ৷ বহু চেষ্টাতেও রাস্তায় হেলমেটহীন বেপরোয়া বাইক আরোহীদের সামলাতে এবার মর্ত্য লোকে জীবন্ত যমকে কাজে লাগাতে চাইছে ট্রাফিক পুলিশ৷ ঘটনাটি বেঙ্গালুরুর৷

মৃত্যুর দেবতাকে চাক্ষুষ করে এবার চেতনা ফিরবে ভেবেই এই অভিনব উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ৷ বেঙ্গালুরু টাউন হলের বাইরে দেখা মিলল ঐতিহ্যবাহী সেই সোনালি আর কালোয় মেশানো পোশাক পরে মাথায় মুকুট নিয়ে গদা হাতে যমরাজকে৷ হেলমেটহীন বাইক আরোহীর পেছনে চিৎকার করতে করতে দৌড়চ্ছেন তিনি৷ পিছন ফিরে দেখে বাইক আরোহীরা কিছুটা থতমত খাচ্ছেন৷ যমরাজ চিল চিৎকারে সাবধান করে দিচ্ছেন আরোহীকে৷ শুধু বাইক আরোহীই নয়৷ কেউ যদি ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে এগিয়ে আসছে তার কপালেই জুটছে হুঙ্কার৷ হালাসুরু গেটের ট্রাফিক পুলিশ এবার এভাবেই যমরাজের সাহায্য নিয়ে চেতনা ফেরাতে চাইছে আইন না মানা বেপরোয়া গাড়ি চালক ও আরোহীদের৷

মোটর বাইক ও বেপরোয়া গাড়ি থামিয়ে বা ট্রাফিক আইন না মানা গাড়িকে থামিয়ে বেজায় ধমকাচ্ছেন যে ব্যক্তি, তিনিই মর্ত্যে আসা যমালয় পতি৷ এই যমরাজের চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম বীরেশ৷ তিনি একটি হিন্দু পুরাণ-ভিত্তিক থিয়েটার গ্রুপে কাজ করেন৷ সেই যমালয় নরেশই যেই কোনো যুবককে ট্রাফিক আইন অমান্য করে এগিয়ে যেতে দেখছেন তাকেই গলা উঁচিয়ে সাবধান করে দিচ্ছেন এভাবে চললে কিন্তু তিনি তাকে ক্ষমা করবেন না৷ ছেড়ে কথা বলবেন না৷

কখনো আবার তিনি প্রচণ্ড গতিতে এগিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীকেও ছেড়ে কথা বলছেন না৷ এই অভিনব প্রক্রিয়ার মাধ্যমে পথচারী ও মোটরবাইক আরোহীদেরই মূলত সচেতন করার চেষ্টা করা হচ্ছে৷ পুলিশ সূত্র অনুযায়ী সাধারণ মানুষের সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারবে৷ ট্রাফিক পুলিশ মারফৎ যা তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে এবছর জুনের শেষ পর্যন্ত যা হিসাব মিলেছে তাতে ২৩৩৬ টি দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ তার মধ্যে ৩৩০ টি মারাত্মক দুর্ঘটনা৷ তথ্য অনুযায়ী গতবছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত ৫০৬৪ টি দুর্ঘটনা ঘটে যার মধ্যে ৬০৯ টি দুর্ঘটনা অত্যন্ত মারাত্মক৷ ২০১৬ তে ৭৫০৬ টি দুর্ঘটনা ঘটে যার মধ্যে ৭৫৪ টি ছিল ভয়ানক৷

তথ্য সূত্র: siasat

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com