বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
ভিশন বাংলাঃ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর নিজ দেশে ফিরে যাচ্ছেন মার্শিয়া ব্লুম বার্নিকাট। আজ শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। পাশাপাশি প্রায় ৩৭ বছরের চাকরি জীবন থেকেও অবসর নিতে চলেছেন এই কূটনীতিক।প্রায় ৪ বছর বাংলাদেশে দায়িত্ব পালন করলেন বার্নিকাট। মার্কিন এই রাষ্ট্রদূত ঢাকায় আসেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি।
মার্শা বার্নিকাট বিদায়ের আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নই ছিল তার প্রধান লক্ষ্য। সে অনুযায়ীই তিনি কাজ করেছেন।সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে বার্নিকাট সোচ্চার ছিলেন। রোহিঙ্গা সংকটকে ওয়াশিংটনের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করেন বার্নিকাট। রোহিঙ্গাদের মানবিক সহায়তাও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, যার পেছনে তার অবদান কম নয়।