সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
মংলা প্রতিনিধিঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মংলা-রামপাল (বাগেরহাট-৩) সংসদীয় আসনের নৌকার প্রার্থী যাচাই-বাচাই চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এ আসনে একোকভাবে মনোনয়ন পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক’র সহধর্মিনী বর্তমান সংসদ সদস্য বেগম হাবিবুন্নাহার। তাই এ আসনে বেগম হাবিবুন নাহারই হবেন বর্তমান সরকারের উন্নয়নের নৌকার মাঝি বলে জানিয়েছে মোংলা উপজেলার আওয়ামী দলীয় নেতাকর্মীরা। এদিকে আওয়ামী দলীয়ে প্রার্থী নিশ্চিত হওয়ায় উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে উল্ল্যাস ও আনন্দ মুখর। গতকাল বাগেরহাট জেলায় প্রার্থীতা জাছাই-বাচাই সম্পন্ন হওয়ায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিস্টি বিতরনও করেছে এলাকার বিভিন্ন জায়গায়।
মংলার স্থানীয় আ’লীগ সুত্র জানায়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সংসদ সদস্য হিসেবে এককভাবে বেগম হাবিবুন নাহার পুনরায় এই আসন থেকে বিএনপি,জাতীয় ওক্যফ্রন্ট,জাকের পাট্রি,চরমোনাই ও জাতীয়পাট্রির হ্যাভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদন্ধিতা করতে যাচ্ছেন। তবে এখানে বিএনপি থেকে লায়ন ড, ফরিদুল ইসলাম প্রার্তী হওয়ায় একটু চিন্তাগ্রস্ত হলেও অন্য দলের প্রার্থীদের নিয়ে তেমন কোন দুঃচিন্ত নাই বরেও জানায় নেতা কর্মীরা। বেগম হাবিবুন নাহার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত দুই বারের সংসদ সদস্য হওয়ার সুবাদে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। এই এলাকায় গত ১০ বছরে এলাকার বহু উন্নয়ন করায় পুনরায় তিনি নৌকার প্রতিকে ভোট পাওয়ার দাবিদার। তার স্বামী বর্তমান খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক এই এলাকায় পর পর ৩ বার সংসদ সদস্য থাকার সুবাদে স্বামীর ছেড়ে দেওয়া এ আসনে পুনরায় নির্বাচিত হয়ে এবং সর্বাক্ষনিকভাবে তালুকদার আঃ খালেক প্রতিনিয়ত সারেজমিনে মোংলা-রামপাল তধারকি করছেন এবং সকল নেতাকর্মীদের দেখবাল করছেন। এছাড়াও তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে লোকজনের সাথে নৌকা প্রতিকের খবর পৌছে দিচ্ছেন বেগম হাবিুন নাহার। যার ফলে আওয়ামী নেতাকর্মীরা হাবিবুন নাহারকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে থাকবে বলে নেতাকর্মীদের আশ্বাসে বাড়তি সুবিধা পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে নেতা কর্মী ও সমর্থকগণ দাবি করেছেন। গত ২০০৮ সালে নির্বাচনে হাবিবুন নাহার স্বামীর ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করে ঐক্যজোটের (জামায়াত) প্রার্থী শেখ আঃ ওয়াদুদ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তাকে। নেতাকর্মীদের দাবি নবম ও দশম সংসদ নির্বাচনে তিনি ও তার স্বামী তালুকদার আঃ খালেক এই এলাকায় শহরের রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে মংলা বন্দর, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, খানজাহান আলী বিমান বন্দর, ইপিজেড, ব্রীজ-কালভার্ট, দুঃস্থ্যদের জন্য ঘর নির্মান, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন করায় বাড়তি সুবিধা পাবেন বলে নেতাকর্মীরা দাবি করেন। সরকারের ব্যাপক উন্নয়ন সাফল্য তুলে ধরতে তিনি রাতদিন বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। গতকারও তিনি সুন্দরবন ইউনিয়নের দ্বিগরাজ বাজার এলাকায় নির্বাচনী জনসভা করেছেন। যেখানে কয়েক শহা¯্রাধিক লোক শমবেত হয়। তারা সকলেই হাত উচু করে আশ্বাস্ত করেনে হাবিবুন নাহারের নির্বাচনী মাঠে আওয়ামীলীগের নেতৃবৃন্দসর্বক্ষনিক মাঠে থাকবেন। এছাড়াও আগামী একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে পুনরায় হাবিবুন নাহার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন। উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নৌকার প্রার্থীকে জয়ী করতে সর্বক্ষনিক তার পাশে থাকবে বলেও জানায় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।