রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথম দিনই মাঠে নামছে ৪টি দল। রয়েছে দুটি খেলা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। দিনের দ্বিতীয় খেলায় বিকেল ৫টা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।সদ্যই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বড় বিজয় নিয়ে এবার ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন ম্যাশ। তার নেতৃত্বেই গেলবার বিপিএলের শিরোপা জয় করে রংপুর।
ষষ্ঠ আসরের জন্য আরও শক্তিশালী দল গড়েছে রংপুর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড়কে এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভেড়ায় তারা। এ ছাড়া স্থানীয়দের মধ্যে ব্যাটিং বিভাগে রয়েছেন, মোহাম্মদ মিথুন- নাদিফ চৌধুরী।বোলিং ডির্পাটমেন্টে আছেন, মাশরাফি-ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল, আবুল হাসান ও শফিউল ইসলাম। স্পিনার হিসেবে নাজমুল ইসলাম-সোহাগ গাজী আছেন দলে। গেলবছর রংপুরের শিরোপা জয়ে এই দুই স্পিনারের অবদান ছিল চোখে পড়ার মতো।প্রথম ম্যাচের আগে মাশরাফি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত অন্য কিছু ভাবতে চাই না। আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সঙ্গে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও সেভাবেই দেখবেন আশা করি।’রংপুরের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। এবার দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে এবার ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিক, ‘আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।’দিনের আরেক ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রতিবারই শক্তিশালী দল গঠন করে ঢাকা। টি-২০ ক্রিকেটের সেরা চার অলরাউন্ডার এবার তাদের দলে আছে। তারা হলেন- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন।এছাড়া দেশীদের মধ্যে আছেন- রনি তালুকদার, নুরুল হাসান, রুবেল হোসেনের মত তারকারা। গেল বছর দাপটের সাথে ফাইনালে উঠে ঢাকা। কিন্তু রংপুরের কাছে হার মানতে হয় তাদের। এবার শিরোপা বন্ধ্যাত্ব ঘোচানোই প্রধান লক্ষ্য ঢাকার।চতুর্থ মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় রাজশাহীর। এবার রাজশাহী পাচ্ছে নতুন অধিনায়ক। অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ দলকে নেতৃত্ব দিবেন। সহ-অধিনায়কের দায়িত্ব পান সৌম্য সরকার।বিদেশিদের মধ্যে দলে আছেন, পাকিস্তনের মোহাম্মদ হাফিজ-নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট-সেক্কুজে প্রসন্নের মতো খেলোয়াড় আছেন দলে।রাজশাহীর দলের আছেন গেল বছর ওয়ানডে ও টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে বোলিং-এ থাকছেন আরাফাত সানি, শ্রীলংকার ইসুরু উদানা।