সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ গত ০৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে ডিএমপি দারুস সালাম থানাধীন ১৪/বি-এ, মশিউর হোমিও হল, প্রথম কলোনী মাজার রোড, মিরপুর-১, ঢাকা এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৩ রাউন্ড গুলি, ৫০০ পিস্ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিত নগদ ১৩০০/- টাকা সহ আসামী (১) মনির (৪০), পিতা- মৃত খলিল, মাতা- মোমেনা, সাং-জয়কা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, এ/পি- বাসা নং-১২০, মধ্যপাইকপাড়া, কল্যাণপুর, মিরপুর-১, থানা- মিরপুর, ঢাকা এবং (২) আজাদ (২৬), পিতা- সামছু মাঝি, মাতা- মর্জিনা, সাং- ইলিশা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা, এ/পি- ৮ নং পোড়াবস্তি, কল্যাণপুর, মিরপুর-১, থানা- মিরপুর, ঢাকাদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মনির (৪০) ও আজাদ (২৬) দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘ দিন যাবৎ ঠিকানা বদল করে ঢাকার দারুস সালাম, মিরপুর, শাহআলী থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় উল্লেখিত এলাকায় অবৈধ অস্ত্রধারী এবং পেশাদার মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। তাদের অবৈধ মাদক ব্যবসার কাজে বাধা প্রধানকারীদের আগ্নেয়াস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ডিলার হিসাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।