শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের সবাই নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০১৯

নিউজ ডেস্কঃ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত বিমানের ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন। দেশটির গণমাধ্যমসত্রে এ তথ্য জানা যায়।এর আগে দেশটির সরকারি বিমানসংস্থার এক বিবৃতিতে বলা হয়, বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বোল বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইবোরিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com