সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

বিশ্বে অস্ত্র আমদানিতে দ্বিতীয় ভারত

বিশ্বে অস্ত্র আমদানিতে দ্বিতীয় ভারত

ডেস্ক নিউজ:  বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। সৌদি আরবকে টপকে অস্ত্র আমদানিতে দু’নম্বরে স্থান পেয়েছে ভারত। স্টকহোম পিস রিসার্চ ইন্সস্টিটিউট (এসআইপিআরআই) এর বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এসআইপিআরআই বলছে, ২০১৮ সালে বিদেশ থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত।

রিপোর্ট অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রচুর অস্ত্র আমদানি করেছে ভারত। এর জেরে বিশ্বে এখন অস্ত্র আমদানিতে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। বিশ্বে মোট অস্ত্রের ৯.৫ শতাংশই এখন ভারতের হাতে। আর মোট আমদানিকৃত অস্ত্রের ১৩ শতাংশই ভারতের।

এসআইপিআরআই-এর রিপোর্ট বলছে, ২০০৯ থেকে ২০১৩-র মধ্যে ভারতের অস্ত্র আমদানি ২৪ শতাংশ কমে যায়। ২০১৪ সাল থেকে ফের তা বাড়তে থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com