সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
ভিশন বাংলাঃ রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট চলছে। রোজায় এই সংকট আরও বেড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
তবে শিগগিরই এই সমস্যা থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে ঢাকা ওয়াসা। জায়গা ভাড়া নিয়ে নতুন পানির পাম্প বসিয়ে সমস্যা সমাধানের পরামর্শ নগরবাসীর।
গ্রীষ্মের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পানি সংকট। বিশেষ করে রোজা শুরু হওয়ার পর থেকেই এ সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে।
এমনই এলাকা হাজারীবাগের বোরহানপুর ও ভাগলপুর লেন। এখানে পানি সংকট রোজার প্রথম দিন থেকেই। পানির পাম্পগুলো পুরোপুরি সচল না থাকায় তাদের একমাত্র ভরসা ওয়াসার পানির গাড়ি।
এতে কিছু সময়ের জন্য পানি পাওয়া গেলেও তা খাবার অযোগ্য। গন্ধ পানি দিয়ে অন্যান্য কাজ করাও কঠিন।
এরকম আরেকটি এলাকা মিরপুরের পূর্ব শেওড়াপাড়া। যেখানে প্রায় তিন মাস ধরে পানির কষ্টে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
মধ্যরাতে কিছু সময়ের জন্য পানি আসে বলে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। অতিরিক্ত পানির মোটর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না।
শুধু এসব এলাকায় নয়, এমন চিত্র রাজধানীর বেশিরভাগ এলাকায়।
ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটারের পরিবর্তে পাওয়া যাচ্ছে মাত্র হাজার লিটার।
অন্যদিকে রমজানে রাজধানীর মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে সরকার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা নগরবাসীর।