শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম
শেষ পর্যন্ত ৮ মাসের শিশুকে ধর্ষণ!

শেষ পর্যন্ত ৮ মাসের শিশুকে ধর্ষণ!

পাকিস্তানে ৬ বছরের জয়নাবকে ধর্ষণের পর হত্যার ঘটনার রেশ না কাটতেই আরেক ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে মানুষ। এবারের ঘটনা ভারতে। সেখানে মাত্র ৮ মাসের কন্যাশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাচ্চাটির ২৮ বছর বয়সী আত্মীয়। দিল্লির এ ঘটনায় হতবাক অনেকে, শেষ পর্যন্ত ৮ মাসের শিশুও ধর্ষণের শিকার হলো!

শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে রযেছে। রবিবারে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদসংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রবিবার হাসপাতালে আনা হয়। সেখানে দ্রুত তার সার্জারি করা হয়েছে। এর পর অবস্থা জটিল হলেও সে মারা যায়নি।

পুলিশ জানায়, একই ভবনে বাস করতো ওই নরপশু। সে ইতিমধ্যে এ অপরাধের দায় স্বীকার করেছে।

গতকাল দিল্লি ওমেন্স কমিশন প্রধান সোয়াতি মালিওয়াল হাতপাতালে যান শিশুটিকে দেখতে। পরে তিনি টুইটবার্তায় বলেন, করণীয় কী? রাজধানীর বুকে ৮ মাসের শিশু ধর্ষণের পর দিল্লি কীভাবে ঘুমাবে? আমরা কী অনুভূতিহীন হয়ে পড়েছি, নাকি এটাকে আমাদের নিয়তি বলে মেনে নিয়েছি? সেই সেনারা কই যারা সম্মান বাঁচাতে স্কুলবাসে হামলা চালিয়েছিল? এখানে ব্যবস্থাপনা থেকে প্রশ্ন তোলার কেউ নেই?

পুলিশ জানায়, শিশুটির বাবা একজন শ্রমিক। পশ্চিম দিল্লির সুভাশ নগরে গত রবিবার ওই মুহূর্ত বাড়িতে কেউ ছিল না। বাসা-বাড়িতে কাজ করে তার মা। কিছুক্ষণের জন্যে তিনি কাজে গিয়েছিলেন। ফিরেই দেখেন বাচ্চা কাঁদছে তার চারদিকে রক্ত।

বাচ্চাটির সম্পর্কে বোন হয় এমন একজন জানান, মা যখন ছিল না তখন ওই ভাই বাচ্চার সঙ্গে খেলছিল।

ঘটনার পর শিশুটির বাবা-মা পুলিশের কাছে যান এবং ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পিওসিএসও’ এর অধীনে মামলা দায়ের করেন।
সূত্র : এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com