মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত অটো থেকে নামিয়ে জিম্মি, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই—জলঢাকায় শামীম ইসলামের অভিযোগে চাঞ্চল্য কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া, এলাকাবাসীর ক্ষোভ বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ
শারীরিক-মানসিক সুস্থ্যতায় কলা খান নিয়মিত

শারীরিক-মানসিক সুস্থ্যতায় কলা খান নিয়মিত

ভিশন বাংলা ডেস্ক: সকলেই আমরা জানি কলা একটি উপকারি ফল৷ কোলের শিশু থেকে বয়স্কদের শরীর-স্বাস্থ্য সুস্থ রাখতে কলা প্রতিদিন খাওয়ানো হয়৷ কলা উপকারি এটা তো আমরা সবাই জানি কিন্তু কী উপকার করে কলা সেটা কি সকলের জানা? এবার তাহলে সেদিকটা একটু দেখা যাক৷ শুধু স্বাস্থ্য ভালো রাখতেই কলার প্রয়োজন নয়, শরীরের গঠনগত দিকও ভালো রাখে কলা৷ এছাড়াও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কলা বেশ উপকারি৷

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম শরীরের রক্ত সঞ্চালন ভালো রাখে। শরীরের তরল পর্দাথের ব্যালান্স ঠিক রাখে। অক্সিজেন সরবরাহ ভালো হয়। কলায় আবার প্রাকৃতিক চিনি প্রচুর পরিমাণে থাকে। তাই ডায়াটেশিয়ানরা প্রি ও পোস্ট ওর্য়াকআউট হিসাবে এই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কারণ ওর্য়াকআউটের আগে ও পরে এনার্জির দরকার। এছাড়া কলা খেলে কোষ্ঠকাঠিন্য দুর হয়। কারণ এতে প্রচুর ফাইবার আছে।

জেনে নেওয়া যাক একটি কলায় পুষ্টিগুণ কত মাত্রায় থাকে:

কার্বোহাইড্রেট – ২৫ গ্রাম

ফাইবার- ৩ গ্রাম

সুগার(ফ্রুকটোস)- ১৪ গ্রাম

পটাশিয়াম- ৪৫০ মিলিগ্রাম

অনেকে খালি পেটে কলা খেতে বারণ করেন। খালি পেটে সাধারণত ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত নয়। এতে শরীরের অম্লভাব বেড়ে যায়। কলায় ভিটামিন সি’এর মাত্রা অন্য ফলের চেয়ে কম। তাই খালি পেটে কলা খেলে বিশেষ অসুবিধা হবে না। তবে রাতে এই ফলটি খাবেন না। যারা খুব ওয়ার্কআউট করেন তারা দিনে সর্বাধিক তিনটে কলা খেতে পারেন। তবে এর বেশি নয়। কারণ তিনটের বেশি কলা খেলে শরীরে সুগারের পরিমাণ বেড়ে যাবে। আবার ফাইবারের পরিমাণ বেড়ে গেলে হজমের সমস্যা দেখা যাবে।

এই ফল ট্রিপটোফ্যান সমৃদ্ধ৷ যা পরে সেরোটোনিনে রূপান্তরিত হয়। এটি সাধারণত মস্তিষ্কে সেরোটোনিনের ঘাটতিকে পূরণ করে৷ সেরোটোনিনের অভাবে বিষণ্ণতা এবং উদ্বেগ সহ বিভিন্ন মানসিক রোগ মানবদেহে দেখা দেয়৷ তাই পর্যাপ্ত পরিমাণে কলা খেলে মানসিক অবসাদও দূর হয়৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com